Shohage Adore (From "Belashuru")
Anupam Roy
5:34কত কথা বলা হলো না, প্রিয় কত সূর্যমুখীর মন ভার আমার শহর জুড়ে কুয়াশা-ঘুম নীরবে জমা ব্যথার পাহাড় কত কথা বলা হলো না, প্রিয় কত সূর্যমুখীর মন ভার আমার শহর জুড়ে কুয়াশা-ঘুম নীরবে জমা ব্যথার পাহাড় ভুলে যাওয়া গানের কলির মতো সময় ফিরে ফিরে আসে শিশিরভেজা ঘাসে ভুলে যাওয়া গানের কলির মতো সময় ফিরে ফিরে আসে শিশিরভেজা ঘাসে ছায়াপথ হেঁটে রোজ একা বাড়ি ফিরি জোনাকিরা আমায় ভালোবাসে কত পথ হাঁটা বাকি রয়েছে, প্রিয় কত সন্ধ্যের পথ অন্ধকার হেঁটে চলি আজ সে পথ ধরে যে পথ আমার একার রোদের হাসি হয়ে ফুটে ওঠা কবিতারা একে একে ছুঁয়ে যায় মনের কোণে গাঢ় নীল রোদের হাসি হয়ে ফুটে ওঠা কবিতারা একে একে ছুঁয়ে যায় মনের কোণে গাঢ় নীল কথা দিয়েছিলে এক সুর বাঁধার তারই খুঁজে যাই অন্ত্যমিল কত কথা বলা হলো না, প্রিয় কত সূর্যমুখীর মন ভার আমার শহর জুড়ে কুয়াশা-ঘুম নীরবে জমা ব্যথার পাহাড়