Amar Nishitho Rater Badol Dhara

Amar Nishitho Rater Badol Dhara

Adity Mohsin

Альбом: Bipula Taranga Re
Длительность: 4:00
Год: 2010
Скачать MP3

Текст песни

আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা

ওগো অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
চাই নে, আমি চাই নে
আমি চাই নে তপন, চাই নে তারা

নিশীথরাতের বাদলধারা

যখন সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরণ করে
সবাই মগন ঘুমের ঘোরে

একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
দিয়ো গো, দিয়ো গো
আমার চোখের জলের দিয়ো সাড়া

নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা