Aji Godhulilagane
Aditi Mohsin
5:12চিত্ত পিপাসিত রে গীতসুধার তরে চিত্ত পিপাসিত রে তাপিত শুষ্কলতা বর্ষণ যাচে যথা তাপিত শুষ্কলতা বর্ষণ যাচে যথা কাতর অন্তর মোর লুণ্ঠিত ধূলি 'পরে গীতসুধার তরে চিত্ত পিপাসিত রে আজি বসন্ত নিশা আজি অনন্ত তৃষা আজি বসন্ত নিশা আজি অনন্ত তৃষা আজি এ জাগ্রত প্রাণ তৃষিত চকোর সমান গীতসুধার তরে চন্দ্র অতন্দ্র নভে জাগিছে সুপ্ত ভবে চন্দ্র অতন্দ্র নভে জাগিছে সুপ্ত ভবে অন্তর বাহির আজি কাঁদে উদাস স্বরে গীতসুধার তরে চিত্ত পিপাসিত রে গীতসুধার তরে চিত্ত পিপাসিত রে