Bajilo Kahar Bina
Adity Mohsin
4:57ওগো নিঠুর দরদী ওগো নিঠুর দরদী এ কি খেলছ অনুক্ষণ কাঁটায় ভরা বন তোমার কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন ওগো নিঠুর দরদী ওগো নিঠুর দরদী মিছে দাও কাঁটার ব্যথা সহিতে না পার তা মিছে দাও কাঁটার ব্যথা সহিতে না পার তা আমার আঁখিজল ওগো আমার আঁখিজল তোমায় করে গো চঞ্চল তাই নয় বুঝি বিফল আমার অশ্রুবরিষন ওগো নিঠুর দরদী ওগো নিঠুর দরদী ডাকিলে কও না কথা ডাকিলে কও না কথা কি নিঠুর নীরবতা ডাকিলে কও না কথা কি নিঠুর নীরবতা তুমি আবার ফিরে চাও, বল "ওগো শুনে যাও" তুমি আবার ফিরে চাও, বল "ওগো শুনে যাও" তোমার সাথে আছে আমার অনেক কথন ওগো তোমার সাথে আছে আমার অনেক কথন ওগো নিঠুর দরদী ওগো নিঠুর দরদী এ কি খেলছ অনুক্ষণ কাঁটায় ভরা বন তোমার কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন ওগো নিঠুর দরদী ওগো নিঠুর দরদী