Amra Hoyto
Ahmed Hasan Sunny
3:34আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি এমন ছিল না আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বরষা-পীড়িত ফুল আনন্দ ভৈরবী আজ সেই মাঠে আসে না রাখাল ছেলে কাঁদে না মোহনবাঁশিতে বটের মূল এখনো বরষায় কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ-রেখা মেলে সে কি জানিত না এমনি দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্দুর, সমুদ্দুর সে কি জানিত না এমনি দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্দুর সমুদ্দুর সমুদ্দুর