Amra Hoyto
Ahmed Hasan Sunny
3:34আর যতবার কথা বলবার সময় পাব ততবার খুব চুপ করে থেকে তোমাকে চাব আর যতবার গান শোনাবার হবে অবকাশ আমার সকল শব্দ-ছন্দ তোমার আকাশ একে অন্যের নদীর ভেতর হয়ে যাব ঢেউ আমাদের এই গল্পগাথা জানবে না কেউ একে অন্যের নদীর ভেতর হয়ে যাব ঢেউ আমাদের এই গল্পগাথা জানবে না কেউ আমাদের এই গল্পগাথা জানবে না কেউ জীবন যেখানে যাচ্ছে চলে মিছিলের মতো নীরবতা তার প্রেম নিয়ে বুকে হয়েছে নত এই জনমের না পাওয়া বাসনা মিলবে তোমাতে পরের জনমে আমাকেই নিয়ো তোমার সাথে এই জনমের না পাওয়া বাসনা মিলবে তোমাতে পরের জনমে আমাকেই নিয়ো তোমার সাথে একে অন্যের নদীর ভেতর হয়ে যাব ঢেউ আমাদের এই গল্পগাথা জানবে না কেউ আমাদের এই গল্পগাথা জানবে না কেউ রাতের সাথে যেই প্রেমে হয় ভোরের দেখা ভালোবাসাটাই থেকে যায় শুধু হৃদয়ে লিখা রাতের সাথে যেই প্রেমে হয় ভোরের দেখা ভালোবাসাটাই থেকে যায় শুধু হৃদয়ে লিখা আর যতবার কথা বলবার সময় পাব ততবার খুব চুপ করে থেকে তোমাকে চাব