Ke Ar Bajate Pare (Feat. Arafat Mohsin)

Ke Ar Bajate Pare (Feat. Arafat Mohsin)

Ahmed Hasan Sunny

Длительность: 3:55
Год: 2016
Скачать MP3

Текст песни

এ শহরে বোবার মত ঝুলছে নীরবতা
বুকের নদীর ঢেউে জাগে মাছের মতো কথা
কারা যেন সামনে দাঁড়ায় সোহাগ বুলায় তারা
ছায়ার মতো চমকে মিলায় ছায়া শরীরেরা
কে আর বাজাতে পারে পাখি তোমার মতো
কে আর লুকাতে পারে পাখি তোমার ক্ষত
কে আর বাজাতে পারে পাখি তোমার মতো
কে আর লুকাতে পারে পাখি তোমার ক্ষত

তোমার প্রেম সকল দিকে গেছে
যদি ডাকো ডানা মেলে আকাশ এসে নাচে
তোমার প্রেম সকল দিকে গেছে
যদি ডাকো ডানা মেলে আকাশ এসে নাচে
নগরের গানে, কার অভিমানে
নগরের গানে, কার অভিমানে
কে বাঁচায় কাকে, কে বেঁচে থাকে

কে আর বাজাতে পারে পাখি তোমার মতো
কে আর লুকাতে পারে পাখি তোমার ক্ষত
কে আর বাজাতে পারে পাখি তোমার মতো
কে আর লুকাতে পারে পাখি তোমার ক্ষত
কে আর বাজাতে পারে পাখি তোমার মতো
কে আর লুকাতে পারে পাখি তোমার ক্ষত
কে আর বাজাতে পারে পাখি তোমার মতো
কে আর লুকাতে পারে পাখি তোমার ক্ষত