Kemne Ki!

Kemne Ki!

Ahmed Hasan Sunny

Альбом: Kemne Ki!
Длительность: 4:16
Год: 2024
Скачать MP3

Текст песни

ক্যামনে কি? জানো কি তুমি?
নরকের আগুন ঝরা বাতাসে সুবাস।
আর ঝকঝকে রোদে পুড়ে কাঁদে নিল আকাশ।
বলো ক্যামনে মেঘ ফাটা জমিনে সবুজ কার্পেট?
ছুয়ে তার গায় ঠকঠক কাপড় 
তুমি মাস্টার অফ পকেট
আমি তোমার অনুগত শাগরেদ।
বলো ক্যামনে জানো কি তুমি?
আবার চাবি হাতে পেলে কোন তালা খুলো তুমি?

মন নাকি মন্দিরে? ভালোবাসা কোন ঘরে?
পুব নাকি পশ্চিমে? মনে রেখে সব ভুলে,
কোন তালা খুলো তুমি সব চাবি হাতে পেলে?
মন নাকি মন্দিরে? ভালোবাসা কোন ঘরে?
পূব নাকি পশ্চিমে? মনে রেখে সব ভুলে,
কোন তালা খুলো তুমি সব চাবি হাতে পেলে?

বলো প্লিজ, ক্যামনে কি?
কোন তালা খুলো তুমি?
বলো কি, ক্যামনে কি?
কোন তালা খুলো তুমি?

কোন তালা খুলো তুমি?
সব চাবি হাতে পেলে৷ 
কোন তালা খুলো তুমি?
সব চাবি হাতে পেলে।