Sagorika
Amit Kumar
4:57ফেলে আসা দিন আজও রঙিন স্মৃতির পাতায় কখনো কাঁদায়, কখনো হাসায় আমায় এই নিরালায় ফেলে আসা দিন আজও রঙিন স্মৃতির পাতায় চলেছি একা যে আমি পথ শুধু বেদনার হৃদয়ে লেখা যে নাম সে তো শুধু তোমার চলেছি একা যে আমি পথ শুধু বেদনার হৃদয়ে লেখা যে নাম সে তো শুধু তোমার তোমার ছোঁয়াতে আমি জীবন খুঁজে পাই ফেলে আসা দিন আজও রঙিন স্মৃতির পাতায় কখনো কাঁদায়, কখনো হাসায় আমায় এই নিরালায় গাই আমি আজও যে গান সুরে সুরে আমার এ প্রাণ রেখে গেছো শুধু তোমার সেই মান অভিমান গাই আমি আজও যে গান সুরে সুরে আমার এ প্রাণ রেখে গেছো শুধু তোমার সেই মান অভিমান তোমাকে পাওয়ার আশায় দিন গুনে যাই ফেলে আসা দিন আজও রঙিন স্মৃতির পাতায় কখনো কাঁদায়, কখনো হাসায় আমায় এই নিরালায়