Ekta Manush Jodi

Ekta Manush Jodi

Andrew Kishore

Альбом: Valobashar Jonmodin
Длительность: 5:08
Год: 2017
Скачать MP3

Текст песни

একটা মানুষ যদি
নাই গড়ে থাকো, বিধি
মনের মতো করিয়া
কেন এক মুঠো মাটি করলে নষ্ট
আমার মতো মানুষ গড়িয়া?
ও, কেন এক মুঠো মাটি করলে নষ্ট
আমার মতো মানুষ গড়িয়া?

একটা মানুষ যদি
নাই গড়ে থাকো, বিধি
মনের মতো করিয়া
কেন এক মুঠো মাটি করলে নষ্ট
আমার মতো মানুষ গড়িয়া?
ও, কেন এক মুঠো মাটি করলে নষ্ট
আমার মতো মানুষ গড়িয়া?

সবার সাথে কত সুন্দর বেঁধেছো জোড়া
মেলে না মন কারো সাথে, এমন কপাল পোড়া আমার
এমন কপাল পোড়া
সবার সাথে কত সুন্দর বেঁধেছো জোড়া
মেলে না মন কারো সাথে, এমন কপাল পোড়া আমার
এমন কপাল পোড়া

যে ডাল ধরি, ভাঙে সে ডাল
ও, যে ডাল ধরি, ভাঙে সে ডাল
যতই রাখি বুকে ধরিয়া
কেন এক মুঠো মাটি করলে নষ্ট
আমার মতো মানুষ গড়িয়া?
ও, কেন এক মুঠো মাটি করলে নষ্ট
আমার মতো মানুষ গড়িয়া?

আমার অঙ্গের মাটি, বিধি, কাটিয়া নিয়া
গড়লা না কেন এমন একজন ভালোবাসা দিয়া
শুধু ভালোবাসা দিয়া?
আমার অঙ্গের মাটি, বিধি, কাটিয়া নিয়া
গড়লা না কেন এমন একজন ভালোবাসা দিয়া রে
শুধু ভালোবাসা দিয়া?

এ মন জুড়ে কেন যে মিছে
ও, এ মন জুড়ে কেন মিছে
প্রেমের জালা দিলে ভরিয়া?
কেন এক মুঠো মাটি করলে নষ্ট
আমার মতো মানুষ গড়িয়া?
ও, কেন এক মুঠো মাটি করলে নষ্ট
আমার মতো মানুষ গড়িয়া?

একটা মানুষ যদি
ও, নাই গড়ে থাকো, বিধি
মনের মতো করিয়া
কেন এক মুঠো মাটি করলে নষ্ট
আমার মতো মানুষ গড়িয়া?
ও, কেন এক মুঠো মাটি করলে নষ্ট
আমার মতো মানুষ গড়িয়া?

কেন এক মুঠো মাটি করলে নষ্ট
আমার মতো মানুষ গড়িয়া?