Tumi Mor Jiboner Bhabona - Version 2

Tumi Mor Jiboner Bhabona - Version 2

Andrew Kishore

Длительность: 4:23
Год: 2021
Скачать MP3

Текст песни

তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা

তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা

দুঃখ সুখের পাখি তুমি
তোমার খাঁচা এই বুক
সারা জীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ
কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলনমালা

তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা

কথা দাও আমাকে ভুলবে না
কোনোদিন না

ভালোবাসার নদী তুমি
আমি তোমার দুই কুল
ফাগুন তুমি ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটার জ্বালা

তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা