Bulbul Pakhi Maiana

Bulbul Pakhi Maiana

Antara Chowdhury

Длительность: 3:24
Год: 1980
Скачать MP3

Текст песни

বুলবুল পাখি, ময়না-টিয়ে
আয় না, যা না গান শুনিয়ে
বুলবুল পাখি, ময়না-টিয়ে
আয় না, যা না গান শুনিয়ে
দূর দূর বনের গান
নীল নীল নদীর গান
দুধভাত দেবো সন্দেশ মাখিয়ে

বুলবুল পাখি, ময়না-টিয়ে
আয় না, যা না গান শুনিয়ে

ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায়
কুলকুল কুলকুল রোজ বয়ে যায়
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী গল্প শোনায়
রাজার কুমার পক্ষীরাজ চড়ে যায়
ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা
এলি কি বল না সেই দেশ বেরিয়ে?

বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না, যা না গান শুনিয়ে

কোন গাছে কোথায় বাসা তোদের?
ছোট্ট কি বাচ্চা আছে তোদের?
দিবি কি আমায় দু'টো তাদের?
আদর করে আমি পুষবো তাদের
সোনার খাঁচায় রেখে ফল দেবো কেটে
রাধে কৃষ্ণ গান দেবো শিখিয়ে

বুলবুল পাখি, ময়না-টিয়ে
আয় না, যা না গান শুনিয়ে
দূর দূর বনের গান
নীল নীল নদীর গান
দুধভাত দেবো সন্দেশ মাখিয়ে

বুলবুল পাখি, ময়না-টিয়ে
আয় না, যা না গান শুনিয়ে