Tomaro Smriti Keno Phire Phire
Anup Ghoshal
3:12আর কতকাল থাকব বসে দুয়ার খুলে, বঁধু আমার আর কতকাল থাকব বসে দুয়ার খুলে, বঁধু আমার আর কতকাল থাকব বসে তোমার বিশ্বকাজে আমারে কি রইলে ভুলে, বঁধু আমার? তোমার বিশ্বকাজে আমারে কি রইলে ভুলে, বঁধু আমার? আর কতকাল থাকব বসে বাহিরের উষ্ণ বায়ে মালা যে যায় শুকায়ে নয়নের জল বুঝি তাও, বঁধু মোর, যায় ফুরায়ে বাহিরের উষ্ণ বায়ে মালা যে যায় শুকায়ে নয়নের জল বুঝি তাও, বঁধু মোর, যায় ফুরায়ে শুধু ডোরখানি হায় কোন পরানে তোমার গলায় দেব তুলে, বঁধু আমার আর কতকাল থাকব বসে হৃদয়ের শব্দ শুনি, চমকি ভাবি মনে ঐ বুঝি এল বধূ ধীরে মৃদুল চরণে হৃদয়ের শব্দ শুনি, চমকি ভাবি মনে ঐ বুঝি এল বধূ ধীরে মৃদুল চরণে পরানে লাগল ব্যথা, ভাবি বুঝি আমায় ছুঁলে, বঁধু আমার আর কতকাল থাকব বসে বিরহে দিন কাটিল, কত যে কথা ছিল কত যে মনের আশা মন মাঝে রহিল বিরহে দিন কাটিল, কত যে কথা ছিল কত যে মনের আশা মন মাঝে রহিল কী লয়ে থাকব বলো তুমি যদি রইলে ভুলে, বঁধু আমার আর কতকাল থাকব বসে দুয়ার খুলে, বঁধু আমার আর কতকাল থাকব বসে দুয়ার খুলে, বঁধু আমার তোমার বিশ্বকাজে আমারে কি রইলে ভুলে, বঁধু আমার? আর কতকাল থাকব বসে আর কতকাল থাকব বসে আর কতকাল থাকব বসে