Sokhi Se Hari Kemon Bal

Sokhi Se Hari Kemon Bal

Anup Jalota

Альбом: Mana Japa Nam
Длительность: 4:43
Год: 1985
Скачать MP3

Текст песни

সখী সে হরি কেমন বল
নাম শুনে যার এত প্রেম জাগে
চোখে আনে এত জল
সখী সে হরি কেমন বল
নাম শুনে যার এত প্রেম জাগে
চোখে আনে এত জল
সখী সে হরি কেমন বল

সে কি আসে এই পৃথিবীতে
গাহি রাধা নাম বাঁশরিতে
সে কি আসে এই পৃথিবীতে
গাহি রাধা নাম বাঁশরিতে
যার অনুরাগে বিরহ যমুনা
যার অনুরাগে বিরহ যমুনা
হয়ে উঠে চঞ্চল
সখী সে হরি কেমন বল
নাম শুনে যার এত প্রেম জাগে
চোখে আনে এত জল
সখী সে হরি কেমন বল

তারে কি নামে ডাকিলে আসে
কোন রূপ কোন গুণ পাইলে সে
রাধাসম ভালবাসে
তারে কি নামে ডাকিলে আসে
কোন রূপ কোন গুণ পাইলে সে
রাধাসম ভালবাসে
সখী শুনেছি সে নাকি কালো
জ্বালে কেমনে সে এত আলো
সখী শুনেছি সে নাকি কালো
জ্বালে কেমনে সে এত আলো
মায়া ভুলায়িতে মায়াবী সে নাকি
মায়া ভুলায়িতে মায়াবী সে নাকি
করে গো মায়ারও ছল
সখী সে হরি কেমন বল
নাম শুনে যার এত প্রেম জাগে
চোখে আনে এত জল
সখী সে হরি কেমন বল
সখী সে হরি কেমন বল