Aamar Motey

Aamar Motey

Anupam Roy

Альбом: Dwitiyo Purush
Длительность: 3:44
Год: 2013
Скачать MP3

Текст песни

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই
কতবার তোর জানলা দিয়ে গলে হলুদ খাম
আমার মতে তোর মতন কেউ নেই
তোর বাড়ির পথে সারি সারি সৈন্য
তোর বাড়ির পথে সারি সারি সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়
তারও বেশি ধরা পড়ে যায়
তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক
কষতে বারণ ছিলো তাই
কিছুই বোঝা গেলো না প্রায়
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়াই
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়াই
কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই
কতবার তোর জানলা দিয়ে গলে হলুদ খাম
আমার মতে তোর মতন কেউ নেই
আমার মতে তোর মতন কেউ নেই
আমার মতে তোর মতন কেউ নেই