Deshlai Baksho

Deshlai Baksho

Anupam Roy

Альбом: Bakyobageesh
Длительность: 3:47
Год: 2014
Скачать MP3

Текст песни

দেশলাই বাক্স
এক গ্লাস একশো
রাখঢাক বন্ধ
কাটলাম স্কন্ধ

নিষ্প্রাণ কন্ঠ
ঘেঁটে ঘণ্ট
Absurd গল্প
ছ্যাবলামি অল্প

বাগনান, বীরভূম
চুরি যায় শীতঘুম
In fact, virus
চকচক smart ass!

জানি না কে বা কারা কখন
আমার মাথায় ঢুকে পড়ে
লন্ডভন্ড করে রেখে যায়
জানি না কে বা কারা কবে
আমার দেওয়াল নোংরা করে
ঘুমিয়ে থাকি অন্য বিছানায়

হারলাম pork-এ
জিতলাম তর্কে
গুগল করে বাঁচবই
প্রজাপতি হোক টেকসই

গোটা দেশ কাঁদছে
অনশন ভাঙছে
খোলা হোক champagne
ভুলভাল campaign

জানি না কে বা কারা কখন
আমার মাথায় ঢুকে পড়ে
লন্ডভন্ড করে রেখে যায়
জানি না কে বা কারা কবে
আমার দেওয়াল নোংরা করে
ঘুমিয়ে থাকি অন্য বিছানায়

জানি না কে বা কারা কখন
আমার মাথায় ঢুকে পড়ে
লন্ডভন্ড করে রেখে যায়
জানি না কে বা কারা কবে
আমার দেওয়াল নোংরা করে
ঘুমিয়ে থাকি অন্য বিছানায়

দেশলাই বাক্স
দেশলাই বাক্স
দেশলাই বাক্স
দেশলাই বাক্স
দেশলাই বাক্স
দেশলাই বাক্স
দেশলাই বাক্স
দেশলাই বাক্স
দেশলাই বাক্স
দেশলাই বাক্স
দেশলাই বাক্স
দেশলাই বাক্স