Je Kawta Din (Original Motion Picture Soundtrack))

Je Kawta Din (Original Motion Picture Soundtrack))

Anupam Roy

Длительность: 5:27
Год: 2020
Скачать MP3

Текст песни

যে ক'টা দিন তুমি ছিলে পাশে
কেটেছিলো নৌকার পালে চোখ রেখে
যে ক'টা দিন তুমি ছিলে পাশে
কেটেছিলো নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে

যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ
বুনেছিলাম তোমার শালে ভালোবাসা
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে

চিন্তার অনুপ্রবেশ razer blade-এর ধারে
বিন্দু বিন্দু এসে সিন্ধু স্রোতে বাড়ে
মাঠের প্রান্তে যে লোক একলা বাঁশির সুরে
সকাল বিকেল ডাকে এমনি ভবঘুরে
স্থানীয় সংবাদে তাই কেউই শিরোনামে নেই

যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রুপকের সাহায্যে আরো দূরে চলে গেলে
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রুপকের সাহায্যে আরো দূরে চলে গেলে
আমার অলস জোছনাতে তুমি লেগে ছিলে
আমার অলস জোছনাতে তুমি লেগে ছিলে

শীতের শুকনো পাতা মাড়িয়ে গেলে চলে
কাঁচা রঙের প্রলেপ আপনি উঠে জ্বলে
আমার নির্ভরতা দুঃখ সুখের মানে
গলায় আটকে থাকা মুক্তোদানা জ্বলে
তোমার মর্মস্থলে আমাকে হাত রাখতে দাও

যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রুপকের সাহায্যে আরো দূরে চলে গেলে
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রুপকের সাহায্যে আরো দূরে চলে গেলে
আমার অলস জোছনাতে তুমি লেগে ছিলে
আমার অলস জোছনাতে তুমি লেগে ছিলে

যে ক'টা দিন তুমি ছিলে পাশে
কেটেছিলো নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে