Raat Poshak

Raat Poshak

Anupam Roy

Альбом: Dwitiyo Purush
Длительность: 3:56
Год: 2013
Скачать MP3

Текст песни

যদি ওর সাথে ভালো থাকো
থাকতে পারো তো
আমার দেহে বন্ধ হয়ে
আমার গানের ছন্দ কেটো না
আমি এত সব বলেই থাকি
কিছু মনে করো না
তোমার হৃদয় হ্যারেম হলে
আমার জন্যে ছোট্ট এক কোণা রেখো

আমারই আদরে খুলো চোখ প্রতি সকালে
আমাকে পাবে রোজ তুমি যেই ডাক পাঠালে

দরজায় তালা থাক
আমি তোমারই রাত পোশাক হয়েছি
আধঘুমে নির্বাক
আমি তোমারই রাত পোশাক

তোমাকে খুঁজে পেয়ে, হারাতে চাই না আবার
তোমাকে খুঁজে পেয়ে, হারাতে চাই না আবার

তোমার পাশেই হাঁটছি আমি
তোমার কবিতায়
আমার কন্ঠে, আমার শব্দে
তুমি কেন ধরা পড়বে না বল?
তুমি আমি সেই অন্ধকারে
আটকে পড়েছি
আমার দু' হাত তোমায় ছুঁলে
তোমার শরীর নেই আর দোটানায় কেন?

আমারই আদরে খুলো চোখ প্রতি সকালে
আমাকে পাবে রোজ তুমি যেই ডাক পাঠালে

দরজায় তালা থাক
আমি তোমারই রাত পোশাক হয়েছি
আধঘুমে নির্বাক
আমি তোমারই রাত পোশাক

তোমাকে খুঁজে পেয়ে, হারাতে চাই না আবার
তোমাকে (তোমাকে) খুঁজে পেয়ে (খুঁজে পেয়ে)
হারাতে চাই না আবার