Benche Thakar Gaan
Anupam Roy & Rupam Islam
4:14যদি ওর সাথে ভালো থাকো থাকতে পারো তো আমার দেহে বন্ধ হয়ে আমার গানের ছন্দ কেটো না আমি এত সব বলেই থাকি কিছু মনে করো না তোমার হৃদয় হ্যারেম হলে আমার জন্যে ছোট্ট এক কোণা রেখো আমারই আদরে খুলো চোখ প্রতি সকালে আমাকে পাবে রোজ তুমি যেই ডাক পাঠালে দরজায় তালা থাক আমি তোমারই রাত পোশাক হয়েছি আধঘুমে নির্বাক আমি তোমারই রাত পোশাক তোমাকে খুঁজে পেয়ে, হারাতে চাই না আবার তোমাকে খুঁজে পেয়ে, হারাতে চাই না আবার তোমার পাশেই হাঁটছি আমি তোমার কবিতায় আমার কন্ঠে, আমার শব্দে তুমি কেন ধরা পড়বে না বল? তুমি আমি সেই অন্ধকারে আটকে পড়েছি আমার দু' হাত তোমায় ছুঁলে তোমার শরীর নেই আর দোটানায় কেন? আমারই আদরে খুলো চোখ প্রতি সকালে আমাকে পাবে রোজ তুমি যেই ডাক পাঠালে দরজায় তালা থাক আমি তোমারই রাত পোশাক হয়েছি আধঘুমে নির্বাক আমি তোমারই রাত পোশাক তোমাকে খুঁজে পেয়ে, হারাতে চাই না আবার তোমাকে (তোমাকে) খুঁজে পেয়ে (খুঁজে পেয়ে) হারাতে চাই না আবার