Bhogoban 2.0

Bhogoban 2.0

Arijit Singh

Длительность: 4:36
Год: 2012
Скачать MP3

Текст песни

একটু চোখ ওল্টায়, একটু নাক কোঁচকায়,
বড্ড বেমানান সে শহরের তুলনায়
একটু চোখ ওল্টায়, একটু নাক কোঁচকায়,
বড্ড বেমানান সে শহরের তুলনায়!
না না না নাম না জানি ধাম না জানি, জুটলো কপালে, এদিকেতে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামল অকালে ভগবান ভগবান ফেলেছো এনে কার পাল্লায়!
নড়েনা চড়েনা নতুন মেয়ে কলকাতায়
ভগবান ভগবান ফেলেছো এনে কার পাল্লায়!
নড়েনা, চড়েনা নতুন মেয়ে কলকাতায়

যখন তখন ভয়ের বাঁশি বয়সে এইট্টিন চয়েসে আশি কী নিদারুণ আও পাতাসি দেখলে হাসি পায়!
যখন তখন ভয়ের বাঁশি বয়সে এইট্টিন চয়েসে আশি কী নিদারুণ আও পাতাসি পড়ল আমার গলায়!
ওহ নাম না জানি ধাম না জানি, জুটলো কপালে
এদিকেতে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামল অকালে

যখন তখন ধোঁয়ায় টানে, হাঁটে না দৌড়োয় কে জানে
বাবু হরদম ফুল মোশনে, আমায় ভুল বোঝায়!
যখন তখন ধোঁয়ায় টানে, হাঁটে না দৌড়োয় কে জানে
বাবু হরদম ফুল মোশনে, পড়েছি এ কার গলায়!
হো হো পথ চিনিনা, ঘাট চিনিনা, চলব কী করে?
এদিকে যাকে তাকে ভরসা করে, বলব কী করে?
ভগবান ভগবান ফেলেছো পড়েছি এসে কার পাল্লায়!
জানি না শুনি না অচেনা এ কলকাতায়
ভগবান ভগবান ফেলেছো পড়েছি এসে কার পাল্লায়!জানি না শুনি না অচেনা এ কলকাতায়

ও ও একটু চোখ ওল্টায়, একটু নাক কোঁচকায়,
বড্ড বেমানান সে শহরের তুলনায়!
ও ও নাম না জানি ধাম না জানি, জুটলো কপালে, এদিকেতে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামল অকালে ভগবান ভগবান ফেলেছো এনে কার পাল্লায়!
নড়েনা চড়েনা নতুন মেয়ে কলকাতায়
ভগবান ভগবান ফেলেছো এনে কার পাল্লায়!
নড়েনা চড়েনা নতুন মেয়ে কলকাতায়
ভগবান ভগবান ফেলেছো এনে কার পাল্লায়!
নতুন মেয়ে কলকাতায়
ফেলেছো এনে কার পাল্লায়!
নতুন মেয়ে কলকাতায়
ভগবান!!!