Ke Tui Bol

Ke Tui Bol

Arijit Singh, Jeet Gannguli, & Prasen

Альбом: Herogiri
Длительность: 4:38
Год: 2018
Скачать MP3

Текст песни

কে যেন হাত ধরে স্বপ্নে চুপিসারে
ছুঁয়েছে এ মনের জানলা
কী নামে ডাকবো যে, দু'চোখে রং খোঁজে
বিপদে পড়েছি, কে সামলায়

হঠাৎ পাগলামি, উড়েছি মেঘে আমি
এসেছে সুনামির ঝড়

ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই

ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই

বেহিসাবের পাতা, জমানো তোর কথা
হাজারো বাতুলতা যত্নে
এসেছি সব ছেড়ে, কে যেন ডাকছে রে
চল না যাই চলে স্বপ্নে

এগুলো পাগলামি, প্রেমে পাগল আমি
এসেছে সুনামির ঝড়

ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই

ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই

পড়েছি দোটানায়, কে আসে কে পালায়
মুঠোতে তোর যত বায়না
পোড়াবো চোখ না কি, যে রাতে জোনাকি
আলো ছুঁড়ে ডাকে, আয় না

এসব পাগলামি, পাগল হয়ে আমি
এসেছে সুনামির ঝড়

ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই

ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই