Moner Manush

Moner Manush

Asif

Альбом: Tumi Mone Rakhoni
Длительность: 5:02
Год: 2016
Скачать MP3

Текст песни

শিল্পীঃ আসিফ
অ্যালবামঃ তুমিই মনে রাখোনি

লুকিয়ে কাঁদে কেনো একটা মানুষ
নীরবে কেনো পোড়ে একটা হৃদয়
লুকিয়ে কাঁদে কেনো একটা মানুষ
নীরবে কেনো পোড়ে একটা হৃদয়

কেউ বুঝতে চায়না
জানতে চায়না
দেখতে চায়না এখন

মনের মানুষ
তুমিই বলোনা
এ কোন নিয়মে
কেমন বেদনা

মনের মানুষ
তুমিই বলোনা
এ কোন নিয়মে
কেমন বেদনা

বিশ্বাস বাজি রেখে
কাছে এসেছি বারবার
সাজানো স্বপ্ন শুধু
ভেঙেচুরে হলো একাকার
বিশ্বাস বাজি রেখে
কাছে এসেছি বারবার
সাজানো স্বপ্ন শুধু
ভেঙেচুরে হলো একাকার

মনের মানুষ
তুমিই বলোনা
এ কোন নিয়মে
কেমন বেদনা

মনের মানুষ
তুমিই বলোনা
এ কোন নিয়মে
কেমন বেদনা

ভালোবাসা ছুঁড়ে ফেলে
কেনো কাঁদালে মন প্রাণ
হয়েছে মেনে নিতে
দুজনের এতো ব্যবধান

ভালোবাসা ছুঁড়ে ফেলে
কেনো কাঁদালে মন প্রাণ
হয়েছে মেনে নিতে
দুজনের এতো ব্যবধান

মনের মানুষ
তুমিই বলোনা
এ কোন নিয়মে
কেমন বেদনা

মনের মানুষ
তুমিই বলোনা
এ কোন নিয়মে
কেমন বেদনা

লুকিয়ে কাঁদে কেনো একটা মানুষ
নীরবে কেনো পোড়ে একটা হৃদয়
লুকিয়ে কাঁদে কেনো একটা মানুষ
নীরবে কেনো পোড়ে একটা হৃদয়

কেউ বুঝতে চায়না
জানতে চায়না
দেখতে চায়না এখন

মনের মানুষ
তুমিই বলোনা
এ কোন নিয়মে
কেমন বেদনা

মনের মানুষ
তুমিই বলোনা
এ কোন নিয়মে
কেমন বেদনা

(প্রহেলিকা)