Ami Akash Pathabo

Ami Akash Pathabo

Avoidrafa

Альбом: Bhaar
Длительность: 4:04
Год: 2016
Скачать MP3

Текст песни

আমার খোলা আকাশ
তোমার অপেক্ষায়
অনেক মেঘ বয়ে যায়
আসবে তুমি আবার

আমার মনের বারান্দায়
তোমার সময় কেটে যায়
আবার আসবে তুমি
আমার ভালোলাগার
অনেক ইচ্ছেঘুড়ি

আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে
আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে

আমার রঙিন বাতাস
তোমার অপেক্ষায়
অনেক স্মৃতি বয়ে যায়
আসবে তুমি আবার

আমার মনের বারান্দায়
তোমার আলো বয়ে যায়
আবার আসবে তুমি
আমার ভালোলাগার
অনেক ইচ্ছেঘুড়ি

আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে
আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে

আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে
আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে