Kemon Kore Horer Ghore

Kemon Kore Horer Ghore

Chandrabali Rudra Dutta

Альбом: Sharodiya
Длительность: 4:18
Год: 2024
Скачать MP3

Текст песни

কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই
কত লোকে কতই বলে
শুনে প্রাণে মরে যাই
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই
কত লোকে কতই বলে
শুনে প্রাণে মরে যাই
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই

মার প্রাণে কি ধৈর্য ধরে
জামাই নাকি ভিক্ষা করে
মার প্রাণে কি ধৈর্য ধরে
জামাই নাকি ভিক্ষা করে
এবার নিতে এলে পরে
এবার নিতে এলে পরে
বলবো উমা ঘরে নাই
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই

চিতাভস্ম মাখি অঙ্গে
জামাই ফেরে নানা রঙ্গে
চিতাভস্ম মাখি অঙ্গে
জামাই ফেরে নানা রঙ্গে
তুইও নাকি মা তারি সঙ্গে
তুইও নাকি মা তারি সঙ্গে
সোনার অঙ্গে মাখিস ছাই
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই
কত লোকে কতই বলে
কত লোকে কতই বলে
শুনে প্রাণে মরে যাই
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই