Ebar Amar Uma Ele
Chandrabali Rudra Dutta
3:47কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যাই কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যাই কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই মার প্রাণে কি ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে মার প্রাণে কি ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে এবার নিতে এলে পরে এবার নিতে এলে পরে বলবো উমা ঘরে নাই কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই চিতাভস্ম মাখি অঙ্গে জামাই ফেরে নানা রঙ্গে চিতাভস্ম মাখি অঙ্গে জামাই ফেরে নানা রঙ্গে তুইও নাকি মা তারি সঙ্গে তুইও নাকি মা তারি সঙ্গে সোনার অঙ্গে মাখিস ছাই কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই কত লোকে কতই বলে কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যাই কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই