Pronam Tomay Ghanashyam | Devotional Song | Chandrabali Rudra Dutta
Chandrabali Rudra Dutta
4:33সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া নামিল মেঘলা মোর বাদরিয়া নামিল মেঘলা মোর বাদরিয়া চল কদম তমাল তলে গাহি কাজরিয়া চল লো গৌরী শ্যামলিয়া সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া বাদল-পরীরা নাচে গগন-আঙিনায় ঝমাঝম বৃষ্টি নূপুর পায় এ হিয়া মেঘ হেরি ওঠে মাতিয়া এ হিয়া মেঘ হেরি ওঠে মাতিয়া চল লো গোরী শ্যামলিয়া সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া মেঘ-বেণীতে বেঁধে বিজলি-জরীন ফিতা গাহিব দুলে দুলে শাওন-গীতি কবিতা শুনিব বঁধুর বাঁশি বন-হরিণী চকিতা দয়িত বুকে হব বাদল-রাতে আমি দয়িতা পর মেঘ-নীল শাড়ি ধানী-রঙের চুনরিয়া কাজলে মাজি লহ তব আঁখিয়া সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া নামিল মেঘলা মোর বাদরিয়া সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া