Sweet Heart
Chandrabindoo
5:58দ্যাখ বাবাজী, দ্যাখ চালাকি ভেলকি ফাঁকি প্যান্ডোরার বাক্স যাচ্ছে ঢুলি, কমলাফুলি ঢাকছে ছুলি, ল্যাকমে-চেসমি-গ্ল্যাক্সো গ্ল্যাক্সো baby, ফুলন দেবি হ্যাঁচ্চো-হ্যাঁচ্চো ভয় দেখাচ্ছ, বাপরে (ওরে বাবা) নাচতে নেমে ঘোমটা খোলে সাপ জড়িয়ে হাসছে মধু সাপুরে পদ্মা, মেঘনা, ভল্গা, সিন্ধু ঝাঁপ দিয়েছে চন্দ্রবিন্দু (ও বাবা!) (চন্দ্রবিন্দু কি আঁতেল, না জল পুলিশ?) তেলা লুচি বেলে বাঁচি Disco নাচি বাজলে R. D. বর্মন খেলতে নেমে পড়ছি প্রেমে অল্প ঘেমে গল্প লিখছে হরমোন (এ কার গল্প?) ধরল বাগে K.C. নাগে শক্ত লাগে কৌমুদী সারাংশ শ্যামবাজারে ছুটছে ঘোড়া গোলবাড়িতে খাচ্ছে কষা মাংস টুনটুনিতে টুনটুনাচ্ছে চন্দ্রবিন্দু মুরগি খাচ্ছে (ও বাবা!) (চন্দ্রবিন্দু কি মাংসাসি, না ছোটো মাসি?) সর্বহারা, তু তু তারা চা-সিংগাড়া গিলাচ্ছে কারা বড়শি দিল্লি থেকে সাতগাছিয়া ওঠ নাচিয়া ক্লান্ত পাড়াপড়শি গঙ্গা জলে নৌকো চলে কলসি কাঁখে যাচ্ছে hi baby (hi baby) আমাদের ছোটো নদী আঁকা বাঁকা চলে যদি দিব্যি জৈন, বৌদ্ধ, তুর্কী, হিন্দু دین الٰہی চন্দ্রবিন্দু (ও বাবা!) (চন্দ্রবিন্দু কি সাম্প্রদায়িক, না আধুনিক মোটরবাইক?) চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু কে মা? চন্দ্রবিন্দু কে? আমাকে বলো না মা চন্দ্রবিন্দু কে? চন্দ্রবিন্দুর ইতিহাস কিনে নিয়ে যান মাত্র দু' টাকা, মাত্র দু' টাকায় পাচ্ছেন চন্দ্রবিন্দুর ইতিহাস এখন কিনুন, পরে পাবেন না, পস্তাবেন... (ওরে বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর!) (ওরে বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর!)