Bharaa Thaak Smritisudhaay

Bharaa Thaak Smritisudhaay

Debabrata Biswas

Длительность: 3:22
Год: 2008
Скачать MP3

Текст песни

ভরা থাক্‌ ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি
ভরা থাক্‌ ভরা থাক্‌
মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি
ভরা থাক্‌ ভরা থাক্‌
বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে
গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী
গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী
ভরা থাক্‌ ভরা থাক্‌
যে পথে যেতে হবে সে পথে তুমি একা
নয়নে আঁধার রবে ধেয়ানে আলোকরেখা
সারা দিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে
পরানের পদ্মবনে বিরহের বীণাপাণি
পরানের পদ্মবনে বিরহের বীণাপাণি
ভরা থাক্‌ ভরা থাক্‌