Aami Jakhan Taar Duarey
Debabrata Biswas
3:01ভরা থাক্ ভরা থাক্ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি ভরা থাক্ ভরা থাক্ মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি ভরা থাক্ ভরা থাক্ বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী ভরা থাক্ ভরা থাক্ যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আঁধার রবে ধেয়ানে আলোকরেখা সারা দিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে পরানের পদ্মবনে বিরহের বীণাপাণি পরানের পদ্মবনে বিরহের বীণাপাণি ভরা থাক্ ভরা থাক্