Bahu Juger Opaar Hotey
Debabrata Biswas
2:58চৈত্রপবনে মম চিত্তবনে বাণীমঞ্জরী সঞ্চ্লিতা ওগো ললিতা...ওগো ললিতা চৈত্রপবনে... যদি বিজনে দিন বহে যায় খর তপনে ঝরে পড়ে হায় যদি বিজনে দিন বহে যায় খর তপনে ঝরে পড়ে হায় অনাদরে হবে ধূলিদলিতা ওগো ললিতা...ওগো ললিতা চৈত্রপবনে... তোমার লাগিয়া আছি পথ চাহি-- বুঝি বেলা আর নাহি নাহি তোমার লাগিয়া আছি পথ চাহি-- বুঝি বেলা আর নাহি নাহি বনছায়াতে তারে দেখা দাও করুণ হাতে তুলে নিয়ে যাও-- বনছায়াতে তারে দেখা দাও করুণ হাতে তুলে নিয়ে যাও-- কণ্ঠহারে করো সঙ্কলিতা ওগো ললিতা...ওগো ললিতা চৈত্রপবনে মম চিত্তবনে বাণীমঞ্জরী সঞ্চ্লিতা ওগো ললিতা...ওগো ললিতা চৈত্রপবনে...