Bahu Juger Opaar Hotey
Debabrata Biswas
2:58হেমন্তে কোন্ বসন্তেরই বাণী হেমন্তে পূর্ণশশী ওই ওই ওই যে দিল আনি হেমন্তে কোন্ বসন্তেরই বাণী হেমন্তে বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায় জ্যোৎস্না বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায় জ্যোৎস্না কোন্ গোপন কানাকানি পূর্ণশশী ওই ওই ওই যে দিল আনি হেমন্তে কোন্ বসন্তেরই বাণী হেমন্তে আবেশ লাগে বনে শ্বেতকরবীর অকাল জাগরণে আবেশ লাগে বনে ডাকছে থাকি থাকি ঘুমহারা কোন্ নাম না জানা পাখি ঘুমহারা ডাকছে থাকি থাকি ঘুমহারা কোন্ নাম না জানা পাখি ঘুমহারা কার মধুর স্মরণখানি পূর্ণশশী ওই ওই ওই যে দিল আনি হেমন্তে কোন্ বসন্তেরই বাণী হেমন্তে