Nayan Chherey Geley

Nayan Chherey Geley

Debabrata Biswas

Длительность: 3:30
Год: 1980
Скачать MP3

Текст песни

নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে
নয়ন ছেড়ে গেলে চলে
তোমায় আমি হারাই যদি তুমি হারাও না
হারাও না হারাও না যে
নয়ন ছেড়ে গেলে চলে
ফুরায় যবে মিলনরাতি তবু চির সাথের সাথি ফুরায় না তো
ফুরায় না ফুরায় না তো তোমায় পাওয়া
এসো স্বপনসাজে
নয়ন ছেড়ে গেলে চলে
তোমার সুধারসের ধারা গহন পথে এসে
ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে
গহন পথে এসে
তোমার সুধারসের ধারা গহন পথে এসে
ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে
গহন পথে এসে
শ্রবণে মোর নব নব শুনিয়েছিলে যে সুর তব
বীণা থেকে বিদায় নিল তোমার বীণা থেকে
চিত্তে আমার বাজে
নয়ন ছেড়ে গেলে চলে