Sunilo Saagarey

Sunilo Saagarey

Debabrata Biswas

Длительность: 3:09
Год: 1980
Скачать MP3

Текст песни

সুনীল সাগরের শ্যামল কিনারে..
দেখেছি পথে যেতে..
তুলনাহীনারে..
তুলনাহীনারে..
এ কথা কভু আর পারে না ঘুচিতে..
আছে সে নিখিলের মাধুরী রুচিতে..
এ কথা শিখানু যে আমার বীণারে..
গানেতে চিনালেম সে চির-চিনারে..
দেখেছি পথে যেতে..
তুলনাহীনারে..
তুলনাহীনারে..
সে কথা সুরে সুরে ছড়াব পিছনে
স্বপনফসলের বিছনে বিছনে
মধুপগুঞ্জে সে লহরী তুলিবে
কুসুমকুঞ্জে সে পবনে দুলিবে
ঝরিবে শ্রাবণের বাদলসিচনে..
শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে
স্মরণবেদনার বরনে আঁকা সে
চকিতে ক্ষণে ক্ষণে পাব যে তাহারে
ইমনে কেদারা বেহাগে বাহারে
দেখেছি পথে যেতে..
তুলনাহীনারে..
তুলনাহীনারে..