Tumi Daak Diyechho

Tumi Daak Diyechho

Debabrata Biswas

Длительность: 2:57
Год: 1994
Скачать MP3

Текст песни

তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না
তুমি ডাক দিয়েছ কোন সকালে
আমার  মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না
তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না
ফিরি আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে
ফিরি আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে
তোমার মতো এমন টানে কেউ তো টানে না
তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না
বেজে ওঠে পঞ্চমে স্বর কেঁপে ওঠে বন্ধ এ ঘর
বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না
বেজে ওঠে পঞ্চমে স্বর কেঁপে ওঠে বন্ধ এ ঘর
বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না
আকাশে কার ব্যাকুলতা বাতাস বহে কার বারতা
আকাশে কার ব্যাকুলতা বাতাস বহে কার বারতা
এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না
তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না..