Geetikobita 2
Feedback
5:17সুখি মানুষের ভীড়ে, হারালে কোথায় হারালে কোথায় দুটি জীবনের নদী, দুটি দিকে যায় ঝড়েরি হাওয়ায় অভিমান বড় হলো বলেই ভূলে আমাকে, সড়ে দাড়ালে জীবনের রং মুছে দিলে ফেলে আমাকে, গেলে আড়ালে সুখি মানুষের ভীড়ে, হারালে কোথায় হারালে কোথায় ভালোবাসা ভুলে কেন তুমি দুরে রয়েছো, একি ছলনা অভিযোগ অনুযোগ নিয়ে পর হয়েছো, কেন বল না সুখি মানুষের ভীড়ে, হারালে কোথায় হারালে কোথায় দুটি জীবনের নদী, দুটি দিকে যায় ঝড়েরি হাওয়ায়