Bishakto Manush
Rupam Islam
4:28ভেসে যাচ্ছি এবং ভিজে যাচ্ছি আবার এক অপূর্ব অসম্ভবে শোনো, তুমি কি আমার হবে? বলো, তুমি কি আমার? শোনো, তুমি কি আমার হবে? আজও তুমি কি আমার? তীরে এসো সাহসিনী অথবা ডুবে যাও এ আবেগের মহোৎসবে শোনো, তুমি কি আমার হবে? বলো, তুমি কি আমার? শোনো, তুমি কি আমার হবে? আজও তুমি কি আমার? তীরে এসো সাহসিনী অথবা ডুবে যাও এই আবেগের মহোৎসবে শোনো, তুমি কি আমার হবে? বলো, তুমি কি আমার? শোনো, তুমি কি আমার হবে? আজও তুমি কি আমার? মাঝে মাঝে দেখি তোকে অতীতে ফিরি পলকে আর নতুন কোনও স্তবকে বন্দি হয় সে অনুভব অন্ধ হয়ে যেতাম যদি কল্পনার নিজস্ব নদী অন্ধকার সমুদ্রে মিশে জানাতো ফেরাটা অসম্ভব খোঁড়ো আমার fossil অনুভূতির মিছিল প্রতিক্রিয়াশীল কোনো বিপ্লবে শোনো, তুমি কি আমার হবে? বলো, তুমি কি আমার? শোনো, তুমি কি আমার হবে? আজও তুমি কি আমার? শোনো, তুমি কি আমার হবে? বলো, তুমি কি আমার? শোনো, তুমি কি আমার হবে? তুমি কি আমার? যদি এ হৃদয় ছুঁতে সান্নিধ্যের বিদ্যুতে একবার যদি হতে বাঁচার শেষ সম্ভাবনা হাতছানি দিচ্ছে যে অপমৃত্যুর ইচ্ছে যে তোর নিষ্ঠুর দৃষ্টিতে কখনও কি আশ্বাস পাবো না? তুই শেষ স্পন্দন আমার, মৃত্যুর শমন আমার মৃত্যুর কারণ আমার, রহস্যের সমাধান ক্ষতবিক্ষত শিরাতে, তুই অন্তঃপীড়াতে প্রেমে আর প্রত্যাখানে আজও তোর অনুসন্ধান