Ami Tomar Moner Vitor

Ami Tomar Moner Vitor

Habib Wahid

Длительность: 5:29
Год: 2018
Скачать MP3

Текст песни

আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালোবাসো
সেই কথাটা জানতে চাই
ভালোবাসার যত কথা
হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুধু আমার হবে
পৃথিবীকে বলতে চাই
এ হৃদয়ে জ্বলছে এক যাতন মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমায়
সারা দিবা—রাতি
এ হৃদয়ে জ্বলছে এক যাতন মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমায়
সারা দিবা—রাতি
এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বারোমাস
তুমি ফাগুন হয়ে রঙ ছোঁয়ালে
মনেরও নীলাকাশ
আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালোবাসো
সেই কথাটা জানতে চাই
এ প্রণয়ে অন্ধ হলাম
প্রাণের আলো তুমি
দুঃখ এলে ভুলে যেওনা
বাঁচবো না তো আমি
এ প্রণয়ে অন্ধ হলাম
প্রাণের আলো তুমি
দুঃখ এলে ভুলে যেওনা
বাঁচবো না তো আমি
এ প্রণয়ে কথা দিলাম
সূর্য, চন্দ্র, তারা সাক্ষী থেকো
মরন যেনো হয়, হয়না তোমায় ছাড়া
আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালোবাসো
সেই কথাটা জানতে চাই
ভালোবাসার যত কথা
হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুধু আমার হবে
পৃথিবীকে বলতে চাই