Godhuli Logon

Godhuli Logon

Habib Wahid & Nancy Nazmun

Альбом: Bolchi Tomake
Длительность: 4:43
Год: 2008
Скачать MP3

Текст песни

একসাথে দু'জনে বৃষ্টিতে ভিজে একাকার
ভালবাসা নয়নে আজ তোমার আমার
এখন গোধূলি সময়, মন যেন কিছু চায়
চলোনা পাখি হয়ে উড়াল দেই অজানায়

আসে যদি কালবৈশাখী ঝড়
বল তো কী হবে তারপর?
মনে দু'জনারই প্রেমের লহর
আসে এখন যদি কোনো ঝড়

ঝড় আসবে আসুক
তাকিয়ে থাকতে চাই এ দু'নয়নে
ভয় করিনা কোনো
ঝড় জানেনা ভালবাসার মানে

আজ এই গোধূলি লগন
পাশাপাশি বসে দু'জন
পাছে কিছু চায় মন
এই ভয় আছেই এখন

আসে যদি কালবৈশাখী ঝড়
যা হবার হোক না তারপর
মনে দু'জনারই প্রেমের লহর
আসে এখন যদি কোনো ঝড়

তোমাতেই প্রেম সব
চাঁদ হয়ে আছো মন আকাশে
রঙিন আমার বাস্তব
আজ তোমার পাশে বসে

প্রেম করব কি অর্পণ?
চলছে মাস শ্রাবণ
দেখছি ভরে দু'নয়ন
জানিনা কী হয় কখন

আসে যদি কালবৈশাখী ঝড়
যা হবার হোক না তারপর
মনে দু'জনারই প্রেমের লহর
আসে এখন যদি কোনো ঝড়