Phagun Haway Haway (Feat. Shovon Ganguly)
Ishan Mitra
3:52আর পারছি না - কোথায় লুকাবো? সত্যিই খুঁজে পাচ্ছি না। আর পারছি না - কোথায় লুকাবো? সত্যিই খুঁজে পাচ্ছি না। অন্ধকারের অতলে ডুবে যাই - যাই না, এতটুকু চাওয়া তবুও কেন পাই না। ভালোবেসে ভুল করিনি, ভুল করেও ভালোবাসিনি। ভালোবেসে ভুল করিনি, ভুল করেও ভালোবাসি নি। পৃথিবীর সাথে যুদ্ধ, করে বুঝি হবো শুদ্ধ। না হয় ভুল দিয়ে জীবন সাজাই না। - [ ২ বার ] অন্ধকারের অতলে ডুবে যাই - যাই না, এতটুকু চাওয়া তবুও কেন পাই না। ভালোবেসে ভুল করিনি, ভুল করেও ভালোবাসিনি। ভালোবেসে ভুল করিনি, ভুল করেও ভালোবাসি নি। নিজের সাথে নিজেই ক্রুদ্ধ কেনো হলো সব রুদ্ধ? নিয়তির সাথে এই বোঝাপড়া আমি চাই না। - [ ২ বার ] অন্ধকারের অতলে ডুবে যাই - যাই না, এতটুকু চাওয়া তবুও কেন পাই না। ভালোবেসে ভুল করিনি, ভুল করেও ভালোবাসিনি। ভালোবেসে ভুল করিনি, ভুল করেও ভালোবাসিনি। ][ সমাপ্ত ][