Aaji Tomaye Abaar

Aaji Tomaye Abaar

Jayati Chakraborty

Альбом: Brishti Elo
Длительность: 4:29
Год: 2013
Скачать MP3

Текст песни

আজি তোমায় আবার চাই শুনাবারে
আজি তোমায় আবার চাই শুনাবারে
যে কথা শুনায়েছি বারে বারে
আজি তোমায় আবার চাই শুনাবারে

আমার পরানে আজি যে বাণী উঠিছে বাজি
আমার পরানে আজি যে বাণী উঠিছে বাজি
অবিরাম বর্ষণধারে
আজি তোমায় আবার চাই শুনাবারে

কারণ শুধায়ো না অর্থ নাহি তার
কারণ শুধায়ো না অর্থ নাহি তার
সুরের সঙ্কেত জাগে পুঞ্জিত বেদনার
স্বপ্নে যে বাণী মনে মনে
ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে কানে কানে
গুঞ্জরিব তাই বাদলের অন্ধকারে
আজি তোমায় আবার চাই শুনাবারে