Amono Diney Taare

Amono Diney Taare

Jayati Chakraborty

Альбом: Brishti Elo
Длительность: 5:31
Год: 2013
Скачать MP3

Текст песни

এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়
এমন দিনে মন খোলা যায়
এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরে
তপনহীন ঘন তমসায়
এমন দিনে তারে বলা যায়

সে কথা শুনিবে না কেহ আর
নিভৃত নির্জন চারিধার
দু'জনে মুখোমুখি, গভীর দুখে দুখি
আকাশে জল ঝরে অনিবার
জগতে কেহ যেন নাহি আর

সমাজ সংসার মিছে সব
মিছে এ জীবনের কলরব
কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব
আঁধারে মিশে গেছে আর সব

তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু'কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কি বা কার?

ব্যাকুল বেগে আজি বহে বায়
বিজুলি থেকে থেকে চমকায়
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়
এমন ঘনঘোর বরিষায়

এমন দিনে তারে বলা যায়