Poran Jaye Joliya Re (Original Motion Picture Soundtrack)

Poran Jaye Joliya Re (Original Motion Picture Soundtrack)

Jeet Gannguli

Длительность: 5:17
Год: 2009
Скачать MP3

Текст песни

পরান যায়
পরান যায়
পরান যায়
পরান যায়

আহা কেমনে রাখি বান্ধিয়া (বান্ধিয়া, বান্ধিয়া)
এই মনের পাখি বান্ধিয়া (বান্ধিয়া, বান্ধিয়া)

আহা কেমনে রাখি বান্ধিয়া
এই মনের পাখি বান্ধিয়া
তুমি কাছে, তবু যে দূরে
কত যে দূরে, ও রে বধূয়া

পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে
পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে

আহা কেমনে রাখি বান্ধিয়া
এই মনের পাখি বান্ধিয়া
তুমি কাছে, তবু যে দূরে
কত যে দূরে, ও রে বধূয়া

পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে
পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে

স্বজন-বন্ধু ছাইড়া এসেছি, এসেছি
স্বপ্ন তোমায় লইয়া দেখেছি, দেখেছি
ওরে, স্বজন-বন্ধু ছাইড়া এসেছি, এসেছি
স্বপ্ন তোমায় লইয়া দেখেছি, দেখেছি

ওরে, কান্দে হিয়া মরমিয়া, মরমিয়া, মরমিয়া
তুমি যেয়ো না আমায় ছাড়িয়া, ছাড়িয়া, ছাড়িয়া
ওরে, কান্দে হিয়া মরমিয়া
তুমি যেয়ো না আমায় ছাড়িয়া

তুমি কাছে, তবু যে দূরে
কত যে দূরে, ও রে বধূয়া

পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে
পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে

মনের বন্ধন বান্ধে যাহারে, যাহারে
পরান যে কয় পাবি তাহারে, তাহারে
মনের বন্ধন বান্ধে যাহারে, যাহারে
পরান যে কয় পাবি তাহারে, তাহারে

আমি মনরে সুধাই কান্দিয়া, কান্দিয়া, কান্দিয়া
কবে বাসবা ভালো প্রাণ দিয়া, প্রাণ দিয়া, প্রাণ দিয়া?
আমি মন রে সুধাই কান্দিয়া
কবে বাসবা ভালো প্রাণ দিয়া?

তুমি কাছে, তবু যে দূরে
কত যে দূরে, ও রে বধূয়া

পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে
পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে
পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে
পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে