Bol Na Aar
Monali Thakur, Shaan, & Jeet Gannguli
4:58হেঁটেছি স্বপ্নের হাত ধরে পেরিয়ে রাত একাকি ভোরে ডেকেছি কতবার নাম ধরে যে তোমায় মেলেছি দুই ডানা বৃষ্টিতে খেয়ালে কোন অনাসৃষ্টিতে খুঁজেছি অনিবার ডাকে কে আমায় দাও বলে দাও, কোন ঠিকানায় লিখব চিঠি, খুঁজবো তোমায় হেঁটেছি স্বপ্নের হাত ধরে পেরিয়ে রাত একাকি ভোরে ডেকেছি কতবার নাম ধরে যে তোমায় দাও বলে দাও, কোন ঠিকানায় লিখব চিঠি, খুঁজবো তোমায় রেখেছি আজ, সঙ্গোপনে টুকরো স্মৃতি মনের কোনে রেখেছি আজ, সঙ্গোপনে টুকরো স্মৃতি মনের কোনে ভেবেছি যতবার তোমাকে হারিয়েছে চেনা কথার খেই ভেসেছি আমি যে অন্তহীন তোমাতেই দাও বলে দাও, কোন ঠিকানায় লিখব চিঠি, খুঁজবো তোমায় অচেনা পথ, দু'হাথ বাড়ায় উতলা মন আজ কার ঈশারায় অচেনা পথ, দু' হাথ বাড়ায় উতলা মন আজ কার ঈশারায় ভেবেছি যতবার তোমাকে হারিয়েছে চেনা কথার খেই ভেসেছি আমি যে অন্তহীন তোমাতেই দাও বলে দাও, কোন ঠিকানায় লিখব চিঠি, খুঁজবো তোমায়