Hentechi Swapner Hath Dhore

Hentechi Swapner Hath Dhore

June Banerjee, Javed Ali, & Jeet Gannguli

Длительность: 5:23
Год: 2010
Скачать MP3

Текст песни

হেঁটেছি স্বপ্নের হাত ধরে
পেরিয়ে রাত একাকি ভোরে
ডেকেছি কতবার নাম ধরে যে তোমায়
মেলেছি দুই ডানা বৃষ্টিতে
খেয়ালে কোন অনাসৃষ্টিতে
খুঁজেছি অনিবার ডাকে কে আমায়

দাও বলে দাও, কোন ঠিকানায়
লিখব চিঠি, খুঁজবো তোমায়

হেঁটেছি স্বপ্নের হাত ধরে
পেরিয়ে রাত একাকি ভোরে
ডেকেছি কতবার নাম ধরে যে তোমায়
দাও বলে দাও, কোন ঠিকানায়
লিখব চিঠি, খুঁজবো তোমায়

রেখেছি আজ, সঙ্গোপনে
টুকরো স্মৃতি মনের কোনে
রেখেছি আজ, সঙ্গোপনে
টুকরো স্মৃতি মনের কোনে

ভেবেছি যতবার তোমাকে
হারিয়েছে চেনা কথার খেই
ভেসেছি আমি যে অন্তহীন তোমাতেই

দাও বলে দাও, কোন ঠিকানায়
লিখব চিঠি, খুঁজবো তোমায়

অচেনা পথ, দু'হাথ বাড়ায়
উতলা মন আজ কার ঈশারায়
অচেনা পথ, দু' হাথ বাড়ায়
উতলা মন আজ কার ঈশারায়

ভেবেছি যতবার তোমাকে
হারিয়েছে চেনা কথার খেই
ভেসেছি আমি যে অন্তহীন তোমাতেই

দাও বলে দাও, কোন ঠিকানায়
লিখব চিঠি, খুঁজবো তোমায়