Jata Dure Jabe Bandhu
Kabir Suman
4:00অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি-দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া মুহূর্ত যায় জন্মের মত অন্ধ জাতিস্মর কত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর ছেঁড়া তালপাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া কালকেউটের ফণায় নাচছে লখিন্দরের স্মৃতি বেহুলা কখনও বিধবা হয়না এটা বাংলার রীতি ভেসে যায় ভেলা, এবেলা-ওবেলা একই শব দেহ নিয়ে আগেও মরেছি, আবার মরব প্রেমের দিব্যি দিয়ে জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখব বলে বার বার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে কখনও গাঙুড়, কখনও কোপাই কপোতাক্ষর গানে গাঙুড় হয়েছে কখনও কাবেরী কখনও বা মিসিসিপি কখনও রাইন, কখনও কঙ্গো নদীদের স্বরলিপি স্বরলিপি আমি আগেও লিখিনি এখনও লিখিনা তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই তোমাকে চেয়েছি, ছিলাম যখন অনেক জন্ম আগে তথাগত তাঁর নিঃসঙ্গতা দিলেন অস্তরাগে তারই করুণায় ভিখারিণী তুমি হয়েছিলে একা একা আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেতে দেখা নতজানু হয়ে ছিলাম তখনও এখনও যেমন আছি মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি ঠোঁটে ঠোঁট রেখে barricade কর প্রেমের পদ্যটাই বিদ্রোহ আর চুমু'র দিব্যি শুধু তোমাকেই চাই আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার আমিই ছিলাম তোমার কামনা বিদ্রোহ, চিৎকার দুঃখ পেয়েছ যতবার জেন আমায় পেয়েছ তুমি আমিই তোমার পুরুষ আমিই তোমার জন্মভূমি যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা কত সন্তান জ্বালাল প্রেয়সী তোমার আমার চিতা বারবার আসি আমরা দু'জন বারবার ফিরে যাই আবার আসব, আবার বলব শুধু তোমাকেই চাই বারবার আসি আমরা দু'জন বারবার ফিরে যাই আবার আসব, আবার বলব শুধু তোমাকেই চাই