Kabe Debe Dekha

Kabe Debe Dekha

Kabir Suman

Альбом: Taero
Длительность: 3:30
Год: 2014
Скачать MP3

Текст песни

কারো বাবা চায়ের দোকান দেন
কারো আব্বা পেশায় খেত মুজুর
সবার ঘরে তেলের বাতি জ্বলে
ইলেকট্রিকের আলো অনেক দূর
কারো বাবা চায়ের দোকান দেন
কারো আব্বা পেশায় খেত মুজুর
সবার ঘরে তেলের বাতি জ্বলে
ইলেকট্রিকের আলো অনেক দূর

কেউ বসে যায় বাপের সঙ্গে কাজে
কেউ চলে যায় খেতের কাজে রোজ
সবার ইচ্ছে আরেকটু দূর যাওয়া
মিঠু, সমির, সাবিনা, আফরোজ
কেউ বসে যায় বাপের সঙ্গে কাজে
কেউ চলে যায় খেতের কাজে রোজ
সবার ইচ্ছে আরেকটু দূর যাওয়া
মিঠু, সমির, সাবিনা, আফরোজ

কারোর আম্মা বড্ড গরিব বউ
কারোর মায়ের পেশা মালা গাঁথা
কারোর বাবা ভিক্ষে করে বাঁচে
কিনবে কারা অংক কষার খাতা?
কারোর আম্মা বড্ড গরিব বউ
কারোর মায়ের পেশা মালা গাঁথা
কারোর বাবা ভিক্ষে করে বাঁচে
কিনবে কারা অংক কষার খাতা?

কারো বাবা সবজি ফেরি করে
কারো আব্বা রিক্সা চালায় একা
পড়ছে নীল তারই ছোট্ট ঘরে
অন্য জীবন কবে দেবে দেখা?
কারো বাবা সবজি ফেরি করে
কারো আব্বা রিক্সা চালায় একা
পড়ছে নীল তারই ছোট্ট ঘরে
অন্য জীবন কবে দেবে দেখা?