Ami Je Roshik

Ami Je Roshik

Kamruzzaman Rabbi

Альбом: Ami Je Roshik
Длительность: 3:17
Год: 2022
Скачать MP3

Текст песни

আমার চুল পাকিলো, দাঁত পড়িলো, মনটা বুড়া হইলো না
আরে, মনটা বুড়া হইলো না
আমি যে রসিক প্রেমিক, তুমি বুঝলা না গো
আমি যে রঙের মানুষ, তুমি বুঝলা না

আমার চুল পাকিলো, দাঁত পড়িলো, মনটা বুড়া হইলো না
আরে, মনটা বুড়া হইলো না
আমি যে রসিক প্রেমিক, তুমি বুঝলা না গো
আমি যে রঙের মানুষ, তুমি বুঝলা না

তোমার কথা মনে করি সকাল, দুপুর, সারা রাতি গো
তোমার কথা মনে করি সকাল, দুপুর, সারা রাতি গো
আমি মানুষটা তো ছিলাম খাঁটি
মানুষটা তো ছিলাম খাটি, তুমি আমায় চিনলা না
কেন তুমি আমায় চিনলা না?

আমি যে রসিক প্রেমিক, তুমি বুঝলা না গো
আমি যে রঙের মানুষ, তুমি বুঝলা না

চামড়া আমার হইলো ঢিলা, ঘুরি আমি লাঠি নিয়া গো
চামড়া আমার হইলো ঢিলা, ঘুরি আমি লাঠি নিয়া গো
তোমার মনটা কি গো এতই ছোটো
মনটা কি গো এতই ছোটো, গাজীর জায়গা হইলো না
কেন আমার জায়গা হইলো না?

আমি যে রসিক প্রেমিক, তুমি বুঝলা না গো
আমি যে রঙের মানুষ, তুমি বুঝলা না
আমি যে রসিক প্রেমিক, তুমি বুঝলা না গো
আমি যে রঙের মানুষ, তুমি বুঝলা না

আমার চুল পাকিলো, দাঁত পড়িলো, মনটা বুড়া হইলো না
আরে, মনটা বুড়া হইলো না
আমি যে রসিক প্রেমিক, তুমি বুঝলা না গো
আমি যে রঙের মানুষ, তুমি বুঝলা না

আমি যে রসিক প্রেমিক, তুমি বুঝলা না গো
আমি যে রঙের মানুষ, তুমি বুঝলা না
আমি যে রসিক প্রেমিক, তুমি বুঝলা না গো
আমি যে রঙের মানুষ, তুমি বুঝলা না