Dinguli Mor-Kishore
Kishore Kumar
3:22আমি তোমায় যত শুনিয়েছিলেম গান আমি তোমায় যত শুনিয়েছিলেম গান আমি তোমায় যত তার বদলে আমি চাই নে কোনো দান আমি তোমায় যত ভুলবে সে গান যদি নাহয় যেয়ো ভুলে উঠবে যখন তারা সন্ধ্যাসাগরকূলে তোমার সভায় যবে করব অবসান এই কদিনের শুধু এই কটি মোর তান আমি তোমায় যত তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে সেই কথাটি তুমি ভুলবে কেমন করে ওগো সেই কথাটি ভুলবে কেমন করে সেই কথাটি কবি পড়বে তোমার মনে বর্ষামুখর রাতে ফাগুন সমীরণে– এইটুকু মোর শুধু রইল অভিমান ভুলতে সে কি পার ভুলিয়েছ মোর প্রাণ আমি তোমায় যত