Jodi Tor Daak Shune Keu-Kishore
Kishore Kumar
3:57এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা আ.. সফল হল কার এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা আ.. সফল হল কার কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার উষা কাহার আশিস বহি হল আঁধার পার আজি প্রাতে সূর্য ওঠা আ.. সফল হল কার এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা আ.. সফল হল কার বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা বহু যুগের উপহারে বরণ করি নিল কারে বহু যুগের উপহারে বরণ করি নিল কারে কার জীবনে কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার আজি প্রাতে সূর্য ওঠা আ.. সফল হল কার এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা আ.. সফল হল কার