Sei Raate Raat Chhilo Purnima
Kishore Kumar
4:06সে যেন আমার পাশে আজও বসে আছে সে যেন আমার পাশে আজও বসে আছে চলে গেছে দিন, তবু আলো রয়ে গেছে চলে গেছে দিন, তবু আলো রয়ে গেছে সে যেন আমার পাশে আজও বসে আছে ভেঙ্গে যাওয়া পাখির বাসার মতো মন কিছু নেই তার বুকে আজ তো এখন ডানা মেলে ফিরে কেন আসা তার কাছে? ডানা মেলে ফিরে কেন আসা তার কাছে? সে যেন আমার পাশে আজও বসে আছে যেখানে প্রদীপ ছিল, সেখানে আঁধার নয়নের জল হয়ে ফিরে এলো সে আবার যেখানে প্রদীপ ছিল, সেখানে আঁধার নয়নের জল হয়ে ফিরে এলো সে আবার কোনো তারা নেই আজ আকাশের গায়ে আলেয়ার আলো এসে আলো দিয়ে যায় জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে সে যেন আমার পাশে আজও বসে আছে চলে গেছে দিন, তবু আলো রয়ে গেছে সে যেন আমার পাশে আজও বসে আছে