Notice: file_put_contents(): Write of 658 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/karaokeplus.ru/system/url_helper.php on line 265
Kunal Ganjawala, Jeet Gannguli, & Prasen - Kichu Halka | Скачать MP3 бесплатно
Kichu Halka

Kichu Halka

Kunal Ganjawala, Jeet Gannguli, & Prasen

Альбом: Jaaneman
Длительность: 5:27
Год: 2017
Скачать MP3

Текст песни

কিছু হালকা স্বপ্নে এলি
নদী হয়ে বয়ে গেলি
কিছু হালকা স্বপ্নে এলি
নদী হয়ে বয়ে গেলি

চার পাশে তাই স্বপ্ন ছড়াই
কাকে বুঝাই হয়েছে ছাই
এ মন বেচারা ঘর ছাড়া
মন বেচারা দিশেহারা
মন বেচারা পাগলপারা
উহু

নিকুচি করেছে তোর রিয়ার
তুই গাড়ি নিয়ে কবে ফিরবি বল তো
উফ দেখছিস Love journey করছি তা না
এই গাড়ি গাড়ি করে মাথা খারাপ করে দিচ্ছিস
আমি কলকাতায় যাচ্ছি ফিরতে দেরি হবে
কলকাতা মানে
রিয়া বলল নিয়ে যেতে
শোন আমার একাউন্টে কিছু টাকা ফেলে দে
বুঝতে তো পারছিস খরচা আছে না
অফু আর কত বাঁশ দিবি বলতো তুই আমায়

রতেলা দিনে নিকোনো রাতে
তোরই ভাবনা বাসে কোন পলাশে
চেনাশোনা পথের পাকে আর যাবে না ছোঁয়া তোকে
না ছোড়ু মনটা রাখি কোন মোরকে
চারপাশে তাই স্বপ্ন ছড়াই
কাকে বুঝাই হয়েছে ছাই
এ মন বেচারা ঘর ছাড়া
মন বেচারা দিশেহারা
মন বেচারা পাগলপারা
উঁহু

ভাই ফুল টাইম হবে
Ok Sir
হম রাস্তায় আস্তে আস্তে অনেক কথা বলছিল বুঝলি
এখন ঘুমাচ্ছে খুব Tired তো
হয়েছে হয়েছে আর দিতে হবে না
স্যার যে বলল ফুল ট্যাঙ্ক করে দিতে
না না এটা দিয়েই হয়ে যাবে
শোন না পরে কথা বলছি বুঝলি
কি হয়েছে
ম্যাডাম আমাকে ফুলটেইন করতে মানা করছে
আমার কাছে আসলে খুব কম টাকা আছে
ফুল ট্যাঙ্ক করে দাও
Ok Sir
আমার কাছে কিন্তু এ কটা টাকা আছে
টাকার জন্য আপনার কলকাতা যাওয়া আটকাবে না
রেখে দিন
আপনি হিসেব করে রাখুন
আমি কলকাতায় গিয়ে দিয়ে দেব
Madam আমি অংকে খুব কাঁচা
কোনরকমে পাস করতাম
আমি হিসেব করে রাখবো
অংকে আমার লেটার আছে

খেয়ালি হাওয়া শিখল চাওয়া
তোরই নরম হাতে তাই হাত পাতে
চেনাশোনা পথের পাকে আর যাবে না ছোঁয়া তোকে
না ছোড়ু মনটা রাখি কোন মোরকে
চারপাশে তাই স্বপ্ন ছড়াই
কাকে বুঝাই হয়েছে ছাই
এ মন বেচারা ঘর ছাড়া
এ মন বেচারা দিশেহারা
মন বেচারা পাগলপারা
উঁহু

কিছু হালকা স্বপ্নে এলি
নদী হয়ে বয়ে গেলি
চারপাশে তাই স্বপ্ন ছড়াই
কাকে বুঝাই হয়েছে ছাই
এ মন বেচারা ঘর ছাড়া
মন বেচারা দিশেহারা
এ মন বেচারা পাগলপারা
এ ইএ