Kemon Acho Bondhu Tumi

Kemon Acho Bondhu Tumi

Lutfor Hasan

Длительность: 4:56
Год: 2022
Скачать MP3

Текст песни

কেমন আছো, বন্ধু, তুমি
তোমার ভাঙা সংসারে
কেমন আছো, বন্ধু, তুমি
তোমার ভাঙা সংসারে

হইতা তুমি পুরা সুখী
লইতা যদি আমারে
হইতা তুমি পুরা সুখী
লইতা যদি আমারে

কেমন আছো, বন্ধু, তুমি
তোমার ভাঙা সংসারে
কেমন আছো, বন্ধু, তুমি
তোমার ভাঙা সংসারে

হইতা তুমি পুরা সুখী
লইতা যদি আমারে
হইতা তুমি পুরা সুখী
লইতা যদি আমারে

কেঁদে কেঁদে ভাসতো না আর
তোমার বালিশ-চাদর
বুক বিছাইয়া দিতাম তোমায়
করিতাম আদর

কেঁদে কেঁদে ভাসতো না আর
তোমার বালিশ-চাদর
বুক বিছাইয়া দিতাম তোমায়
করিতাম আদর

এমন ভালোবাসার মানুষ
পাইতা তুমি কাহারে

হইতা তুমি পুরা সুখী
লইতা যদি আমারে
হইতা তুমি পুরা সুখী
লইতা যদি আমারে

জীবন তোমার এমন কেন
কেমন জানি আছো
সুখেও নাই, দুঃখেও নাই
কেমনে জানি বাঁচো

জীবন তোমার এমন কেন
কেমন জানি আছো
সুখেও নাই, দুঃখেও নাই
কেমনে জানি বাঁচো

বাঁচার উপলক্ষ আমি
খুঁজলা তুমি কাহারে

হইতা তুমি পুরা সুখী
লইতা যদি আমারে
হইতা তুমি পুরা সুখী
লইতা যদি আমারে

হইতা তুমি পুরা সুখী
লইতা যদি আমারে
হইতা তুমি পুরা সুখী
লইতা যদি আমারে