Megh Balika

Megh Balika

Mahtim Sakib

Альбом: Megh Balika
Длительность: 3:40
Год: 2024
Скачать MP3

Текст песни

তোর সাথে পথে নেমেছি শপথে
তোর সাথে ছোঁব রোদ
তোর সাথে গাওয়া গুন গুন হাওয়া
জীবনের ঋণ শোধ

তোর চোখ জলে কী লেখা অতলে
ছায়া ছুঁয়ে ঠিক জানি

মেঘের মেয়ে মেঘ বালিকা
আঙুল ডগায় ছুঁই
যাস না মেয়ে আমায় ফেলে
আমার থাকিস তুই

রোদের দেশে আলোয় ভেসে
যাচ্ছ ছেলে কই?
আমি কি আর ঘুম পাড়াবার
বৃষ্টি তোমার নই?
বৃষ্টি তোমার নই?

আমার থাকিস তুই
আমার থাকিস তুই
আমার থাকিস তুই
আমার থাকিস তুই
আমার থাকিস তুই
আমার থাকিস তুই

তোর সাথে রোজ বিষাদ নিখোঁজ
তোর সাথে বেঁচে থাকা
তোকে পেলে জানি সব ফুলদানি
প্রজাপতি রঙে আঁকা

ফেলে আসা ধুলো
মিছে ফুলগুলো
ফুল-পাখি হলে জানি

মেঘের মেয়ে মেঘ বালিকা
আঙুল ডগায় ছুঁই
যাস না মেয়ে আমায় ফেলে
আমার থাকিস তুই

মেঘের মেয়ে মেঘ বালিকা
আঙুল ডগায় ছুঁই
যাস না মেয়ে আমায় ফেলে
আমার থাকিস তুই

রোদের দেশে আলোয় ভেসে
যাচ্ছ ছেলে কই?
আমি কি আর ঘুম পাড়াবার
বৃষ্টি তোমার নই?
বৃষ্টি তোমার নই?

আমার থাকিস তুই