Tumi Jantei Paro Naa
Mahtim Shakib
3:45তোর সাথে পথে নেমেছি শপথে তোর সাথে ছোঁব রোদ তোর সাথে গাওয়া গুন গুন হাওয়া জীবনের ঋণ শোধ তোর চোখ জলে কী লেখা অতলে ছায়া ছুঁয়ে ঠিক জানি মেঘের মেয়ে মেঘ বালিকা আঙুল ডগায় ছুঁই যাস না মেয়ে আমায় ফেলে আমার থাকিস তুই রোদের দেশে আলোয় ভেসে যাচ্ছ ছেলে কই? আমি কি আর ঘুম পাড়াবার বৃষ্টি তোমার নই? বৃষ্টি তোমার নই? আমার থাকিস তুই আমার থাকিস তুই আমার থাকিস তুই আমার থাকিস তুই আমার থাকিস তুই আমার থাকিস তুই তোর সাথে রোজ বিষাদ নিখোঁজ তোর সাথে বেঁচে থাকা তোকে পেলে জানি সব ফুলদানি প্রজাপতি রঙে আঁকা ফেলে আসা ধুলো মিছে ফুলগুলো ফুল-পাখি হলে জানি মেঘের মেয়ে মেঘ বালিকা আঙুল ডগায় ছুঁই যাস না মেয়ে আমায় ফেলে আমার থাকিস তুই মেঘের মেয়ে মেঘ বালিকা আঙুল ডগায় ছুঁই যাস না মেয়ে আমায় ফেলে আমার থাকিস তুই রোদের দেশে আলোয় ভেসে যাচ্ছ ছেলে কই? আমি কি আর ঘুম পাড়াবার বৃষ্টি তোমার নই? বৃষ্টি তোমার নই? আমার থাকিস তুই