Taakey Olpo Kachhe Dakchhi

Taakey Olpo Kachhe Dakchhi

Mahtim Shakib

Длительность: 3:15
Год: 2021
Скачать MP3

Текст песни

তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি
তবু অল্পেই হারাচ্ছি আবার
তাকে ছোঁব ছোঁব ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার

অভিমান পিছু নাও
তাকে পিছু ফেরাও
তার কানে না যায় পিছু ডাক আমার
মুখ বুজেই তাকে ডাকছি আবার

তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি
তবু অল্পেই হারাচ্ছি আবার

ফাঁকা বুক, চেনা সুখ
জানি ঘুম সে ভাঙাবেই
ফাঁকা বুক, চেনা সুখ
জানি ঘুম সে ভাঙাবেই
ভেজা মন, বলি শোন
রাতভোর জাগতে নেই

মুখচোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার
তাকে ছুঁয়েই স্বপ্ন বুনছি আবার

তাকে আলতো গায়ে মাখছি
আর আঁকড়ে মুঠোয় ঢাকছি
তবু মুঠো আলগা রাখছি আবার
তাকে ছোঁব ছোঁব ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার